Ganashakti
This is a blog about how the Maoists in collusion with imperialists, corporate sectors, TMC, Congress, SUCI, few perverted so-called intllectuals and anti-Leftist media have created a reign of terror in Lalgarh of West Bengal. Their sole aim is to eliminate CPI (M) and destablise the Left Government in West Bengal. Source: 'Ganashakti" and other left-oriented progressive journals
Thursday, June 20, 2013
কামদুনি ধর্ষণ মামলায় বুধবার হলফনামাই জমা দিলো না রাজ্য সরকার। হাইকোর্ট বুধবারই রাজ্য সরকারকে হলফনামা জমা দেওয়ার কথা বলেছিল। এদিন রাজ্য সরকারের আইনজীবী অশোক ব্যানার্জি সাংবাদিকদের বলেন, আমরা হলফনামা জমা দিইনি বলে আদালত রুষ্ট হয়েছে এমন কথা বলা যাবে না। আমরা প্রস্তুতি নিয়েই মামলা লড়বো। এদিন কলকাতা হাইকোর্টের ডিভিসন বেঞ্চ বিচারপতি অরুণ মিশ্র এবং বিচারপতি জয়মাল্য বাগচী মামলাটি ৪ঠা জুলাই শুনানির দিন ধার্য করেছেন। এই সময়ের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
কামদুনি ধর্ষণ মামলায় বুধবার হলফনামাই জমা দিলো না রাজ্য সরকার। হাইকোর্ট বুধবারই রাজ্য সরকারকে হলফনামা জমা দেওয়ার কথা বলেছিল। এদিন রাজ্য সরকারের আইনজীবী অশোক ব্যানার্জি সাংবাদিকদের বলেন, আমরা হলফনামা জমা দিইনি বলে আদালত রুষ্ট হয়েছে এমন কথা বলা যাবে না। আমরা প্রস্তুতি নিয়েই মামলা লড়বো। এদিন কলকাতা হাইকোর্টের ডিভিসন বেঞ্চ বিচারপতি অরুণ মিশ্র এবং বিচারপতি জয়মাল্য বাগচী মামলাটি ৪ঠা জুলাই শুনানির দিন ধার্য করেছেন। এই সময়ের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
Wednesday, June 19, 2013
Subscribe to:
Posts (Atom)