Thursday, June 20, 2013

কামদুনি ধর্ষণ মামলায় বুধবার হলফনামাই জমা দিলো না রাজ্য সরকার। হাইকোর্ট বুধবারই রাজ্য সরকারকে হলফনামা জমা দেওয়ার কথা বলেছিল। এদিন রাজ্য সরকারের আইনজীবী অশোক ব্যানার্জি সাংবাদিকদের বলেন, আমরা হলফনামা জমা দিইনি বলে আদালত রুষ্ট হয়েছে এমন কথা বলা যাবে না। আমরা প্রস্তুতি নিয়েই মামলা লড়বো। এদিন কলকাতা হাইকোর্টের ডিভিসন বেঞ্চ বিচারপতি অরুণ মিশ্র এবং বিচারপতি জয়মাল্য বাগচী মামলাটি ৪ঠা জুলাই শুনানির দিন ধার্য করেছেন। এই সময়ের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

Ganashakti


কামদুনি ধর্ষণ মামলায় বুধবার হলফনামাই জমা দিলো না রাজ্য সরকার। হাইকোর্ট বুধবারই রাজ্য সরকারকে হলফনামা জমা দেওয়ার কথা বলেছিল। এদিন রাজ্য সরকারের আইনজীবী অশোক ব্যানার্জি সাংবাদিকদের বলেন, আমরা হলফনামা জমা দিইনি বলে আদালত রুষ্ট হয়েছে এমন কথা বলা যাবে না। আমরা প্রস্তুতি নিয়েই মামলা লড়বো। এদিন কলকাতা হাইকোর্টের ডিভিসন বেঞ্চ বিচারপতি অরুণ মিশ্র এবং বিচারপতি জয়মাল্য বাগচী মামলাটি ৪ঠা জুলাই শুনানির দিন ধার্য করেছেন। এই সময়ের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

Ganashakti


নারী নির্যাতনের প্রতিবাদে পথ অবরোধ মহিলাদের

Ganashakti


NO PANCHAYAT ELECTION WITHOUT ARMED FORCE

PEOPLE ON THE STREETS AGAINST GOONDAISM OF GOONS PATRONISED BY MAMATA


SIAKHALA PANCHAYAT OFFICE IN WEST BENGAL